নিজস্ব প্রতিবেদন, আমার কলম :
** তারিখ -
----------------
* ইংরেজি - 20 December 2021, Monday.
* বাংলা - ০৪ পৌষ ১৪২৮, সোমবার।
** সূর্যোদয়/সূর্যাস্ত (কলকাতা) -
----------------------------
* সূর্যোদয় - ০৬:১৫ (06:15 am)
* সূর্যাস্ত - ০৪:৫২ (04:52 pm)
** চন্দ্রোদয়/চন্দ্রাস্ত (কলকাতা) -
----------------------------
* চন্দ্রাস্ত - ০৭:০৩ (07:03 am)
* চন্দ্রোদয় - ০৫:৫১ (05:51 pm)
** তিথি -
--------------
* কৃষ্ণ প্রতিপদ - ২০ ডিসেম্বর, সোমবার ১১:০৫ (11:05 am) পর্যন্ত। পরে কৃষ্ণ দ্বিতীয়া। (সূর্যসিদ্ধান্ত)
** নক্ষত্র -
---------------
* আর্দ্রা নক্ষত্র - ২০ ডিসেম্বর, সোমবার ১৯:০১ (07:01 pm) পর্যন্ত। পরে পুনর্বসু নক্ষত্র। (সূর্যসিদ্ধান্ত)
** যোগ -
---------------
* শুক্র যোগ - ২০ ডিসেম্বর, সোমবার, ১১:০০ (11:00 am) পর্যন্ত। পরে ব্রম্ভ যোগ। (সূর্যসিদ্ধান্ত)
** করণ -
--------------
* কৌলব করণ - ২০ ডিসেম্বর, সোমবার ১১:০৫ (11:05 am) পর্যন্ত। পরে তৈতিল করণ ২১ ডিসেম্বর, মঙ্গলবার ০০:০১ (12:01 am) পর্যন্ত। (সূর্যসিদ্ধান্ত)
** জন্ম রাশি - মিথুন রাশি।
------------------
** আজ মাকসুদুল আলম এর তিরোধান দিবস।
শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী'র তিরোধান দিবস।
আজকের দিনেই ১৭৫৭ সালে ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হয়েছিলেন।
আমেরিকার প্রথম কটন মিল চালু করা হয়েছিল আজকের দিনেই (১৭৯০ সালে)।
আজকের দিনেই (১৯৪২ সালে) কলকাতার আকাশে জাপানি বিমান হানার ঘটনা ঘটে।
"সত্যজিৎ রায়ের" পরিচালিত "পথের পাঁচালী" "সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে" শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারে ভূষিত হয়েছিল আজকের দিনেই (১৯৫৭ সালে)।
আজকের দিনেই মৃত্যু ঘটেছিল প্রথম রাগপ্রধান মহিলা সংগীতশিল্পী দিপালী নাগের (২০০৯ সালে)।
** দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।
No comments:
Post a Comment