নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আধার কার্ড ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে।বৃদ্ধাশ্রমের আবাসিকদের। তাদের কারোর আধার কার্ড না থাকার জন্য তারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা স্বাস্থ্যসাথীর মতো সরকারী সুবিধা ও পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত। আর তাই এবার বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য আধার কার্ড করার উদ্যোগ নিল আসানসোল পৌর প্রশাসন। শুক্রবার আসানসোলের বার্নপুরের ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমের ২৬ জন আবাসিকদের আধার কার্ড তৈরীর জন্য অনুষ্ঠিত হলো এক শিবির। আর এদিনের এই শিবিরের শুভ সূচনা করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি।
জানা গিয়েছে, আধার কার্ড না থাকার কারনে ওই বৃদ্ধাশ্রমের ২৬ জন আবাসিক বিভিন্ন সময় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলো। আর এই সমস্যার বিষয়টি জানতে পেরেই আসানসোল পৌরনিগমের উদ্যোগে আধার কার্ড তৈরীর শিবির করা হলো এদিন। আর এদিনের এই শিবির থেকে ২৬ জন আবাসিকের আঁধার কার্ড তৈরী করা হয়েছে। এদিকে দীর্ঘদিন পর আধার কার্ড তৈরী হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরাও।
No comments:
Post a Comment