Breaking

Saturday, December 11, 2021

চিটফান্ড কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা


নিজস্ব প্রতিনিধি, আসানসোল : এবার চিটফান্ড কাণ্ডে সি বি আইয়ের হাতে গ্রেফতার বর্ধমান পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়। জানা গেছে যে একটি বেসরকারি অর্থলগ্নিকারী মামলার ঘটনায় বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই। আর এই পুর প্রশাসক কে গ্রেপ্তারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। 
সারদা কাণ্ডের পর থেকেই চিটফান্ড কাণ্ডে জড়িয়ে থাকা দের একের পর এক গ্রেপ্তার হওয়া শুরু হয়। বাদ পড়েনি সাধারণ বা রাজনৈতিক নেতা। আর আজ এই তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়া তে কিছুটা অস্বস্তিতে এখন শাসক দল। ধৃতকে আজ শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়।জানা গিয়েছে বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থায় কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।এরপর ধৃতকে সিবিআই গ্রেফতার করেছে।এদিন ধৃত প্রণব চট্টোপাধ্যায়কে আসানসোল আদালতে পেশ করা হলে,সিবিআই এর তরফে থেকে ৪ দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিলো।এরপর বিচারক ৪ দিন হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

No comments:

Post a Comment

Adbox