Breaking

Saturday, December 11, 2021

আসানসোল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিলো এসএফআই

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : এবার কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে আসানসোলের বিবি কলেজে বিশাল পান্ডা নামের এক যুবক ওই কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ৬১ জন ছাত্র ছাত্রীর কাছ থেকে আর্থিক টাকা নেই। আর সেই আর্থিক দুর্নীতিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শুক্রবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিলো এসএফআই। মূলত SFI পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে সংঘটিত হয় এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি। আর এই দুর্নীতি প্রসঙ্গেই SFI নেতৃত্ব বলেন, বিশাল পান্ডে নামে এক যুবক দিন কয়েক আগে বিবি কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ৬১ জন পড়ুয়াদের কাছ থেকে টাকা নিয়ে আর্থিক প্রতারণা করেছে। আর তাই এদিন বিশাল পান্ডে নামের ওই যুবকের বিরুদ্ধে আইনী ব্যবস্থার নেওয়ার আবেদন জানিয়ে মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হলো। 

No comments:

Post a Comment

Adbox