Breaking

Saturday, December 11, 2021

কাশি বিশ্বনাথ করিডরের উদ্বোধনের দিন আসানসোলের সমস্ত শিবমন্দিরে পূজা

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আগামী ১৩ ই ডিসেম্বর কাশি বিশ্বনাথের উদ্বোধনের দিন আসানসোলের সমস্ত শিব মন্দিরে দেওয়া হবে পূজা। শুক্রবার এমনি ঘোষণা করলো আসানসোল জেলা বিজেপি। এদিন আসানসোলের শীতলায় অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনি ঘোষণা করেন আসানসোল জেলা বিজেপির আহবাহক শিবরাম বর্মন। এই বিষয়ে এদিন তিনি বলেন, আগামী ১৩ ই ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন কাশি বিশ্বনাথের করিডোরের। আর সেই দিনই আসানসোলের সমস্ত মন্দিরে দেওয়া হবে পূজা। 

No comments:

Post a Comment

Adbox