Breaking

Thursday, December 16, 2021

দেবী লক্ষ্মী হলেন ছয়টি বিশেষ গুণের অধিকারীনি

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : হিন্দু শাস্ত্র ও ধর্মানুযায়ী, দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ, আধ্যাত্বিক সম্পদ ও সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী।  শ্রী বিষ্ণুর ঘরণী হলেন দেবী মহালক্ষ্মী। দেবীর বাহন হলেন পেঁচা। দেবী লক্ষ্মী হলেন ছয়টি বিশেষ গুণের অধিকারীনি। দেবী হলেন শ্রী বিষ্ণুর শক্তির উৎস। শ্রী বিষ্ণু, দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য ধরাধামে শ্রী রাম ও শ্রী কৃষ্ণ অবতারে অবতরীত হন এবং ওনার সঙ্গিনী হিসেবে দেবী সীতা ও শ্রী রাধিকা রূপে দেবী লক্ষ্মীও ধরাধামে অবতরীত হন। 


বাঙালি গৃহে প্রতি বৃহস্পতিবার পূজিত হন সৌভাগ্যের দেবী মহালক্ষ্মী। কোজাগরী পূর্ণিমার দিন ও দীপাবলীর দিনে দেবী লক্ষ্মীর বিশেষ পূজার আয়োজন করা হয় বাংলার ঘরে ঘরে। দেবী লক্ষ্মীর এই বিশেষ পূজা "কোজাগরী লক্ষ্মী পূজা" নামে পরিচিত। এই বিশেষ পূজার দিন গুলিতে ও প্রতি বৃহস্পতিবার নিত্য পূজার দিনে পাঠ করা হয়ে থাকে "লক্ষ্মীর পাঁচালী"। এই পাঁচালী গুলির মধ্যে বেশ জনপ্রিয় হলো "বারো মাসের পাঁচালী" ও "বৃহস্পতিবারের ব্রতকথা"। এই পাঁচালী গুলিতে দেবী লক্ষ্মীকে নিয়ে নানান লৌকিক গল্পের উল্লেখ পাওয়া যায়। তাই বৃহস্পতিবার নিষ্ঠা ও ভক্তি সহকারে মহালক্ষ্মীর আরাধনা করে দেবীকে সন্তুষ্ট করে নিজের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুন। 

No comments:

Post a Comment

Adbox