রোহিত সেখ, নানুর, বীরভূম : বীরভূমের নানুরের বাসাপাড়া অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বাহাদুর মেটে (বয়স ১৭) পথ দুর্ঘটনা হয়ে মৃত্যু ঘটলো উচ্চ মাধ্যমিক এর টেস্ট পরীক্ষার্থীর।
বৃহস্পতিবার পুরাতন ডাঙ্গাপাড়া থেকে বেপরোয়া ভাবে বালি বোঝাই ট্রাক্টর বাসাপাড়ার দিকে আসছিল। ওই স্কুল পড়ুয়া বাহাদুর মেটে ব্রাহ্মণ খণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয় এ উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে সাইকেল নিয়ে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর গ্রামের কাছে বেপরোয়া ভাবে ট্রাক্টরটি এসে স্কুল পড়ুয়ার সাইকেলে ধাক্কা মারে, সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাক্টর এর ভেতরে ঢুকে যায়। যুবককে ধাক্কা মারা পর একটি টোটো কেও ধাক্কা মারে টোটোটি পাশের জমিতে উল্টিয়ে পড়ে যায়।
স্থানীয়রা ওই স্কুল পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে যাওয়ার পথে মৃত্যু হয়। গ্রামবাসীরা ট্রাক্টর গুলিকে আটকিয়ে বিক্ষোভ দেখাতে লাগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় নানুর থানার পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
No comments:
Post a Comment