নিজস্ব প্রতিবেদন, আমার কলম : নিজেদের একাধিক দাবিদাবা ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারি করণের প্রতিবাদে সারা দেশ জুড়ে বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাঙ্কিং ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের একাধিক সংগঠন। আর তার জেরেই আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে দেশের অধিকাংশ ব্যাংক গুলি।
এদিকে ব্যাঙ্কিং ধর্মঘটের জেরে টানা দুই দিন পরিসেবা বন্ধ থাকছে একাধিক ব্যাংকের। ফলে টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। পাশাপাশি ব্যাংকের এই ধর্মঘটের জেরে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।
No comments:
Post a Comment