Breaking

Saturday, November 27, 2021

দেবী মহা কালী হলেন নিরাকার নির্গুনা পরম ব্রহ্ম

নিজস্ব প্রতিনিধি : দেবী মহা কালী হলেন নিরাকার নির্গুনা পরম ব্রহ্ম। যাহার কোনো জন্ম নেই, উৎস নেই, অন্ত নেই, রূপ নেই। দেবী মহা কালীই হলেন সর্ব কারণের আদি কারণ রূপা। কাল দেবীর অধীন। এই কালাতিতা মহা কালীই নিজের ইচ্ছায় বিবিধ লীলা সাধনের জন্য বিভিন্ন রূপে বারেবারে প্রকাশিত হয়েছেন। বিশ্ব চরাচরের অধীশ্বরী মহাবিদ্যার মহা কালীই বিশ্ব ব্রম্ভান্ডের বিভিন্ন ঘটনাবলী নিয়ন্ত্রণ করে থাকেন। দেবী মহা কালীর ইচ্ছা ব্যতীত ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর তাদের কর্ম সম্পাদনা করতে অসমর্থ। তার কারণ দেবী কালীই হলেন সর্ব শক্তির উৎস।

No comments:

Post a Comment

Adbox