নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : দিল্লির রাজপথে একটানা আন্দোলন করেছিল দেশের কৃষকরা দেশের তিন নয়া কৃষি আইন এর প্রতিবাদে। আর এই এক বছরের আন্দোলনে জয় লাভ করেছেন দেশের কৃষকরা। কৃষক আন্দোলনের ফলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ও এই দীর্ঘ আন্দোলনে জয় লাভ করার জন্য সারা রাজ্যে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে অভিনন্দন সভা ও বিজয় সমাবেশ। গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতেও বামফ্রন্টের পক্ষ থেকে শুক্রবার এক বিজয় উৎসব সমাবেশ এর আয়োজন করা হয়। বাউড়িয়ার ফোর্ট গ্লাসটার মোড়ে শুক্রবার সন্ধায় উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়।
আর এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বাম নেতা মনোজ ব্যানার্জি, কেশব কোলে, দিলীপ মন্ডল, দীপক রায় সহ অন্যান্য আরো অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ার্স এর বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেশ্বর গ্রুপের সদস্যরা। এদিনের এই সভায় বাম নেতারা বিভিন্ন বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেন।


No comments:
Post a Comment