Breaking

Friday, November 26, 2021

IND vs NZ : অভিষেক টেস্টে শতরান শ্রেয়াসের । টিম সাউদির ৫ উইকেট

প্রদীপ কুমার সাঁতরা : কানপুরে প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২৫৮ রান। অভিষেক টেস্টে শ্রেয়াস আইয়ার ৭৫ রান করে ও রবীন্দ্র জাডেজা ৫০ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলার শুরুতেই জাডেজা আজ কোনো রান যোগ না করেই টিম সাউদির বলে বোল্ড আউট হয়ে যান। শ্রেয়াস আইয়ার তার অভিষেক টেস্টে শতরান পূর্ণ করেন। শ্রেয়াস ১৩ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ১০৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ড্রেসিং রুমে ফেরেন। রবীচন্দ্রন অশ্বিন ৩৮ রানের একটি ইনিংস খেলেন। ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৪৫ রানে (অল আউট)। এদিন ভারত মাত্র ৮৭ রান যোগ করে হারায় ৬ টি উইকেট।
এদিন টিম সাউদির দুর্দান্ত সুইং বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। টিম সাউদি প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৫ উইকেট নেন। টিম সাউদির বোলিং এর জন্যই ভারত বড়ো স্কোর করতে ব্যর্থ হয়। কাইল জেমিসন ৩ টি ও আজাজ প্যাটেল ২ টি উইকেট নেন। 
নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে করেছে ১২৯ রান। ওপেনার টম লাথাম ও উইল ইয়ং মিলে ভারতীয় স্পিন বোলিংকে এদিন ভালো ভাবেই খেলেছে। টম লাথাম ৫০ রান করে আর উইল ইয়ং ৭৫ রান করে ক্রিজে অপরাজিত আছেন। 
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
ভারত (প্রথম ইনিংস) - ৩৪৫/১০ (১১১.১ ওভার) 
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) - ১২৯/০* (৫৭ ওভার) 

নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে, ভারতের থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে।

No comments:

Post a Comment

Adbox