প্রদীপ কুমার সাঁতরা : নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো বৃহস্পতিবার। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন। ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি প্রথম টেস্টে বিশ্রামে থাকার কারণে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্ট ম্যাচটি কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শুভমান গিল ইনিংসের শুরু করেন। দলের রান যখন ২১, তখন মায়াঙ্ক আগারওয়াল ব্যাক্তিগত ১৩ রান করে আউট হয়ে যান। এরপর চেতেশ্বর পুজারা ক্রিজে আসেন। পুজারা ও গিল মিলে দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ হিসাবে ৬১ রান যোগ করেন। শুভমান গিল ৫২ রানের একটি ইনিংস খেলে মাঠ ছাড়েন।
এরপর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ক্রিজে আসেন। পুজারা ও রাহানে ভালো ছন্দে ব্যাটিং করলেও বড়ো স্কোর করতে ব্যর্থ হন। পুজারা ২৬ রান ও রাহানে ৩৫ রান করেন সাজঘরে ফিরে যান।
এরপর ক্রিজে ব্যাট করতে আসেন শ্রেয়াস আইয়ার। ভারতের হয়ে এটিই তার অভিষেক টেস্ট। আর শ্রেয়াস এর জীবনের প্রথম টেস্টে বেশ ভালো ছন্দেই ব্যাট করতে দেখা গেলো তাকে। তার সঙ্গে সাথ দিলেন ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাডেজা। জাডেজাও এই ইনিংসে বেশ ভালো ব্যাট করছেন। শ্রেয়াস আইয়ার প্রথম ইনিংসে প্রথম দিনের খেলা শেষে ৭৫ রান করে অপরাজিত আছেন। শ্রেয়াস এই ইনিংসে ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন।
রবীন্দ্র জাডেজা ৬ টি চারের সাহায্যে ৫০ রান করে ক্রিজে অপরাজিত আছেন। ভারত প্রথম ইনিংসে প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে করে ২৫৮ রান।
নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসন প্রথম দিনের খেলা শেষে ৩ টি উইকেট নেন। টিম সাউদি নেন ১ টি উইকেট।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
ভারত (প্রথম ইনিংস) - ২৫৮/৪* (৮৪ ওভার)


No comments:
Post a Comment