প্রদীপ কুমার সাঁতরা : দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ১২৯ রান। আর এই তৃতীয় দিনে ভারতীয় স্পিন বোলাররা ম্যাচের রাস টানলো ভারতের দিকে। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ২৯৬ রানে (অল আউট)। আগের দিনে অপরাজিত থাকা উইল ইয়াং ৮৯ রান ও টম লাথাম ৯৫ রানে আউট হয়ে যান। এই দুই ব্যাটসম্যান ভালো ইনিংস খেললেও নিজেদের শতরান পূর্ণ করতে ব্যর্থ হন। ভারতীয় স্পিন বোলার আকসার প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার স্পিনের কাছে ধরাশায়ী হয়ে পড়েন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ১৮ রানে আউট হয়ে যান। কাইল জেমিসন করেন ২৩ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড, ভারতের থেকে ৪৯ রানে পিছিয়ে থাকে।
দ্বিতীয় দিনে ভারতীয় স্পিনাররা তাদের স্পেনের জাদু দেখাতে না পারলেও তৃতীয় দিনে তারা তাদের বোলিংয়ে ম্যাচের রাস টেনেছে ভারতের দিকে। আকসার প্যাটেল দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছেন ৫ টি উইকেট। রবীচন্দ্রন অশ্বিন নেন ৩ টি উইকেট। রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব প্রত্যেকে নেন ১ টি করে উইকেট।
ভারত তাদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই কাইল জেমসনের বলে ওপেনার শুভমান গিলকে (১ রান) হারায়। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৪ রান। মায়াঙ্ক আগারওয়াল ৪ রানে ও চেতেশ্বর পুজারা ৯ রানে ক্রিজে অপরাজিত আছেন।
ম্যাচের স্কোর কার্ড -
----------------------------
ভারত (প্রথম ইনিংস) - ৩৪৫/১০ (১১১.১ ওভার)
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) - ২৯৬/১০ (১৪২.৩ ওভার)
ভারত (দ্বিতীয় ইনিংস) - ১৪/১* (৫ ওভার)
ভারত, নিউজিল্যান্ডের থেকে ৬৩ রানে এগিয়ে রয়েছে।


No comments:
Post a Comment