Breaking

Sunday, November 28, 2021

ISL 2021-22 : কলকাতা ডার্বি - তে ইস্টবেঙ্গলের কাছে দুর্দান্ত জয় মোহনবাগানের

প্রদীপ কুমার সাঁতরা : ইন্ডিয়ান সুপার লিগের ২০২১-২২ এডিশনে শনিবার অনুষ্ঠিত হয় চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ। আইএসএল লিগের প্রথম কলকাতা ডার্বি - র এই ম্যাচ নিয়ে চরম উন্মাদনা ছিল ফুটবলপ্রেমী বাঙ্গালীদের। এই ম্যাচটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে সেটাই আশা করেছিল সর্মথকরা। কিন্তু তা আর হলো কই। এই ম্যাচে অপ্রতিরোধ্য ফুটবল খেলেছে মোহনবাগান। অন্যদিকে ভক্তদের অসন্তুষ্ট করেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে ইস্টবেঙ্গল ভালো খেলা উপহার দিতে পারেনি তার সমর্থকদের। অন্যদিকে সবুজ-মেরুন ব্রিগেড স্বপ্নের জয় ছিনিয়ে নিল তাদের বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা দেখাতে থাকে মেরিনার্স - রা। মোহনবাগান, ১২ মিনিটে রয় কৃষ্ণার গোলে এগিয়ে যায় (১-০)। এরপর কয়েক মিনিটের মধ্যেই মনদীপ সিং (২-০) এর গোলে ব্যাবধান বাড়ায় মোহনবাগান। তারপর কোলাকাও এর গোলে (৩-০) আরো ব্যাবধান বাড়িয়ে নেয় মোহনবাগান। অন্য দিকে ইস্টবেঙ্গল একটিও গোল শোধ করতে পারেনি। অবশেষে ৩-০ তে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।

No comments:

Post a Comment

Adbox