Breaking

Wednesday, November 10, 2021

বুধবার করুন সিদ্ধিদাতা গণেশের আরাধনা

প্রদীপ কুমার সাঁতরা : আপনার জন্মবার অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। আপনার যে দিন জন্ম, সেই দিন অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। যদি আপনার জন্ম বার হয় বুধবার তাহলে দেবাদিদেব মহাদেবের পুত্র সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন। কারণ মনে করা হয়ে থাকে যে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের পূজার দিন। তাই নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করুন গণপতি বাপ্পাকে। কথিত আছে, বুধবার সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে দারুন ফল মেলে। সিদ্ধিদাতা গণেশের আশির্বাদ প্রাপ্ত করে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুন।

No comments:

Post a Comment

Adbox