Breaking

Tuesday, November 9, 2021

মঙ্গলবার করুন হনুমানজির আরাধনা


প্রদীপ কুমার সাঁতরা : আপনার জন্মবার অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। আপনার যে দিন জন্ম, সেই দিন অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। যদি আপনার জন্ম বার হয় মঙ্গলবার তাহলে শ্রী রাম ভক্ত হনুমানজির আরাধনা করুন। কারণ মঙ্গলবার হল রাম ভক্ত হনুমানজির পূজার দিন। তাই মঙ্গলবার নিষ্ঠা সহকারে করুন হনুমানজির পূজা।

No comments:

Post a Comment

Adbox