Breaking

Saturday, October 30, 2021

দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গী

প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গী। এই দেবী মা সরস্বতীর তান্ত্রিক রূপ। দেবী মাতঙ্গী হলেন জ্ঞান, শিক্ষা ও কলাবিদ্যার দেবী। দেবী বীণা বাদনরতা এবং দেবীর বাহন তোতাপাখি। বাগদেবী ও সঙ্গীতের দেবী ইনিই। দেবী হলেন রক্তবসনা এবং দেবীর গলায় রয়েছে গুঞ্জার মালা। দেবী হলেন দ্বিভূজা। দেবীর এক হাতে তরবারি আর অন্য হাতে নরমুণ্ড। দেবীর পায়ের বর্ন হরিৎ, যেটি পরম জ্ঞানের প্রতীক। মুণ্ডমালা অনুযায়ী, বিষ্ণুর বুদ্ধাবতার দেবী মাতঙ্গীর শরীর থেকেই নির্গত হয়েছিলেন।

No comments:

Post a Comment

Adbox