Breaking

Friday, October 29, 2021

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর ও আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের লেডি কিলার হিসাবে পরিচিত জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। আর বলিউড সেনসেশন হিসাবে সবাই চেনে আলিয়া ভাট কে। আর এই দুজনের মধুর প্রেমের কথা কারোই অজানা নেই। এরা দুজনেও তাদের সম্পর্ক গোপনে রাখেননি। তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একাধিকবার একসাথে দেখা গেছে। কোনো আওয়ার্ড সেরমনি হোক বা অন্য কিছু সব জায়গাতেই তারা একসাথে। এবার তারা তাদের প্রেমের সম্পর্ককে বিয়ের স্বীকৃতি দিতে চলেনেন। ঘনিষ্ঠ মহলের মতে, তারা দুজনে চলতি বছরের ডিসেম্বর মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর তাই রণবীর ও আলিয়া ডিসেম্বর মাসে তাদের সমস্ত কাজ থেকে ছুটি নেবেন বলে জানা গেছে ঘনিষ্ট মহলে। রণবীর নিজেও সোশাল নেটওয়ার্কিং সাইটে তেমনি ইঙ্গিত দিয়েছেন।

No comments:

Post a Comment

Adbox