Breaking

Friday, October 29, 2021

দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী

প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী। দেবী উত্তর ভারতে পরিচিত পিতাম্বরী বা কল্যানী নামেও। দেবী হলেন পীতবর্ণা। দেবী তার ভক্তদের সিদ্ধি ও ঋদ্ধি প্রদান করে থাকেন। দেবী ওনার ভক্তের শত্রুদের পক্ষাপাত গ্রস্থ করতে সক্ষম। দেবী কামাক্ষা মন্দিরে পূজিতা হয়ে থাকেন। দেবী তার ভক্তদের তার দণ্ড দিয়ে বিভ্রান্তি ও মোহ দূর করে তাদের ভক্তদের জ্ঞানচক্ষু খোলেন। দেবী শবদেহকে বাহন হিসাবে ব্যাবহার করেন।

No comments:

Post a Comment

Adbox