Breaking

Thursday, October 28, 2021

'ডোরা বাইফোনিক্স' ক্লথিং ব্র্যান্ডের পোশাকে অপরূপা স্বস্তিকা

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখার্জি। বঙ্গ নারীদের শ্রেষ্ঠ ভূষণ শাড়িতে তাকে বারবার দেখা দর্শকদের মন ছুয়ে যেতে। আর এবার অভিনেত্রীকে দেখা গেলো জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ' ডোরা বাইফোনিক্স ' এর মডেল হিসাবে। নীল শাড়িতে চোখে সানগ্লাস পরে অভিনেত্রী মন মাতিয়েছে তার ভক্তদের। সেই ছবি গুলি অভিনেত্রী তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, দিওয়ালি উপভোগ করুন ' ডোরা বাইফোনিক্স ' এর সাথে। তিনি জানিয়েছেন, তার এই ছবিরগুলির তুলেছেন মহারাজ শুভজিৎ দত্ত। এর আগেও পুজোর আগে অভিনেত্রীকে এই একই ব্র্যাডের হয়ে মডেলিংয়ে দেখা গেছে। এই ছবি গুলো পোস্ট করার সাথে সাথেই ভক্তদের ভালোবাসা পেয়েছেন। অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন তার ভক্তরা।

No comments:

Post a Comment

Adbox