প্রদীপ কুমার সাঁতরা , উলুবেড়িয়া : পাহাড়ের কোলেই হারিয়ে গেল পাহাড়কে ভালবেসে ওরা তিন জন। পুজোর সময় গ্রামীণ হাওড়ার বাগনানের তিন যুবক চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দে উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। পরে বহু খোঁজা খুজির পর তাদের দেহ উদ্ধার করে ভারতীয় সেনা বাহিনীর জাওয়ানরা।
আর এর পরেই বৃহস্পতিবার সকালে তিন জনের নিথর দেহ কফিন বন্দি অবস্থায় আসে কলকাতার দমদম বিমান বন্দরে। সেখান থেকেই প্রশাসনের উদ্যোগে তাদের দেহ নিয়ে আসা হয় গ্রামীণ হাওড়ার বাগনানের মুরালিবাড়ের বাড়িতে। আর তাদের দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রামের মানুষ সহ তাদের আত্মীয় স্বজনেরা। এদিন বাগনানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের মন্ত্রি পুলক রায়, হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য, হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায় সহ প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ কর্তারা।
এদিকে চন্দ্রশেখর দাস স্থানীয় খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ায় তার দেহ নিয়ে যাওয়া হয় খালোর পঞ্চায়েতে। সেখানে তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানান খালোর পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি বাগনান থেকে সাগর দের দেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে আমতার উদংয়ে। সেখানে তার দেহ গেলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন সহ স্থানীয়রা। পরে তার দেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় কালিমাতা বালক সংঘের মাঠে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান এলাকাবাসী। কারণ এই ক্লাবেরই সদস্য ছিলেন পেশায় চিকিৎসক সাগর দে।
আর এর পরেই তিন জনের দেহ অন্তষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয় বাউড়িয়ার সিন্দুরিয়া মহলে অবস্থিত বাউরিয়া বার্নিং ঘাটে। এদিকে এঘটনার জেরে হাওড়ার বাগনান, আমতার উদং ও বাউড়িয়ায় করা হয় বিশেষ পুলিশী ব্যাবস্থা।
আর এ প্রসঙ্গে এদিন রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, এঘটনা অত্যন্ত দুঃখজনক। কোন সমবেদনা জানানোর ভাষা নেই। পাশাপাশি তিনি আরো বলেন এঘটনার খবর জানার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন ছিলেন। তার সার্বিক প্রচেষ্টায় উত্তরাখণ্ডের সরকারের সঙ্গে যোগাযোগ করে দেহ গুলিকে দ্রুত ফিরিয়ে আনা হয়েছে ও তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আমাদের সরকার ওই পরিবার গুলির পাশে আছে ও তাদের সঙ্গে আছে। তিন যুবকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর সভার মুখ্য প্রশাসক অভয় দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিশিষ্ট তৃণমূল নেতা বেনু কুমার সেন। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর সভার ৫ নম্বর ওয়ার্ড এর পৌরমাতা আশা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নেতা ও কর্মী সমর্থকরা।


No comments:
Post a Comment