Breaking

Thursday, October 28, 2021

দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা হলেন দেবী ধূমাবতী

প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা হলেন দেবী ধূমাবতী। দেবী অলক্ষ্মী রূপেও পরিচিত। দেবী হলেন মৃত্যুর দেবী এবং তিনি বিধবা। দেবী বয়সে বৃদ্ধা এবং দেবী অশুভ নিয়ে আসেন। ভয়ংকর এই দেবী ধূমাবতী শ্মশানে বিচরণকারিনী। দেবীর বাহন হল কাক। দশমহাবিদ্যার মধ্যে পরম অশুভের প্রতীক হলেন দেবী ধূমাবতী। ধূমাবতীর তাৎপর্য হল এই যে, যখন পুরুষের বিনাশ ঘটে থাকে, তখন এই শক্তি তার অদৃশ্য রূপে বিরাজমান থাকেন। দেবী ধূমাবতী তার ভক্তদের মোক্ষ ও সিদ্ধি প্রদান করে থাকেন।

No comments:

Post a Comment

Adbox