প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ২০ নম্বর ম্যাচে বুধবার ইংল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি হয়। টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১২৪ রান। মুশফিকুর ২৯ রান, নাসুম ১৯ রান ও মাহমুদুল্লাহ ১৯ রান করেন। ইংল্যান্ডের বোলার মিলস ৩ টি, লিভিংস্টোন ২ টি ও মঈন আলী ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১৪.১ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৮ উইকেটে জিতে নেয়। এই ম্যাচে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় একটি দুর্দান্ত ইনিংস খেলেন। জেসন রয় ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন। যশ বাটলার করেন ১৮ রান। মালান ২৮ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশি বোলার শরিফুল ও মাসুম প্রত্যেকে ১ টি করে উইকেট নেন।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
বাংলাদেশ - ১২৪/৯ (২০ ওভার)
ইংল্যান্ড - ১২৬/২ (১৪.১ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : জেসন রয় (ইংল্যান্ড)


No comments:
Post a Comment