Breaking

Wednesday, October 27, 2021

যশ - নুসরাত কাশ্মীরে ছুটির মেজাজে

বিনোদন ডেস্ক :  যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান দুজনে কাশ্মীরে ছুটির মেজাজে সময় কাটাচ্ছেন। নুসরাত জাহান বুধবার বরফ বৃষ্টির মধ্যে ছবি তুলে সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আর নুসরাত পোস্টে জানান, সেই ছবিটি তুলেছেন যশ। এই ছবি পোস্টের পরই কমেন্টে প্রশ্ন উঠেছে নায়িকার ' সন্তান কোথায় '? মায়ের দায়িত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন নুসরাত। নুসরত যশ এর বেশ কিছু ছবিও তুলেছেন যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অভিনেতা যশ দাশগুপ্ত কিন্তু কাশ্মীরে গিয়েছেন একটি ছবির শুটিং এর জন্য। ' চিনেবাদাম ' নামের একটি ছবির শুটিং এর জন্য যশ গেছেন কাশ্মীরে। ছবিটির পরিচালক হলেন শিলাদিত্য মৌলিক।

No comments:

Post a Comment

Adbox