Breaking

Wednesday, October 27, 2021

দশমহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা

প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা প্রচন্ড চণ্ডিকা নামেও পরিচিত। হিন্দু ধর্মের শাক্তদের আরাধ্য দেবী মহা কালী ও তিব্বতী বজ্রযানীদের দেবী বজ্রযোগিনী এই দুয়ের সম্মণয়ে দেবী ছিন্নমস্তার আবির্ভাব ঘটে। বজ্রযোগিনীর একটি রূপ হল ছিন্নমুন্ডা, যার দুটি সঙ্গী হলেন কনখাল ও মেখলা। এই দেবীরই ভিন্নরূপ হলেন দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা প্রচন্ড রক্তের তৃষ্ণায় নিজেরই মস্তক ছিন্ন করে তা থেকে নিজের রক্তপান করেন। এই দেবী ছিন্নমুন্ডা আবার বজ্রযানীদের চুরাশি মহা সিদ্ধার মধ্যে একজন।

No comments:

Post a Comment

Adbox