Breaking

Wednesday, October 27, 2021

T20 World Cup 2021 : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় পেল সাউথ আফ্রিকা

প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ১৮ নম্বর ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৪৩ রান। লুইস ৫৬ রানের একটি দারুন ইনিংস খেলেন। পোলার্ড ২৬ রান ও সিমনস ১৬ রান করেন। আফ্রিকান বোলার প্রিটোরিয়াস ৩ টি, মহারাজ ২ টি ও নর্টজে ১ টি উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৪ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৮ উইকেটে জিতে নেয়। এইডেন মার্করাম এর ২৬ বলে অপরাজিত ৫১ রান ও ভ্যান ডের ডুসেন এর অপরাজিত ৪৩ রানের ইনিংস জয় এনে দেয় সাউথ আফ্রিকাকে। হেন্ড্রিক্স করেন ৩৯ রান। ওয়েস্ট ইন্ডিজ বোলার একেল নেন ১ টি উইকেট। 

ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
ওয়েস্ট ইন্ডিজ - ১৪৩/৮ (২০ ওভার) 
সাউথ আফ্রিকা - ১৪৪/২ (১৮.২ ওভার) 

সাউথ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : আনরিচ নর্টজে (সাউথ আফ্রিকা)

No comments:

Post a Comment

Adbox