Breaking

Tuesday, October 26, 2021

National Award : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পেলেন জাতীয় পুরস্কার

বিনোদন ডেস্ক :  বিখ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত দুটি সিনেমার জন্য পেলেন জাতীয় পুরস্কার। কঙ্গনা তার অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হলেন। কঙ্গনা রানাওয়াত তার অভিনীত " মণিকর্ণিকা - দ্যা কুইন অফ ঝাঁসি " (২০১৯) ও " পাঙ্গা " (২০২০) - এই দুটি ছবিতে অভিনয় এর জন্য পেলেন জাতীয় পুরস্কার। এই নিয়ে এটি কঙ্গনার চতুর্থ জাতীয় পুরস্কার জয়। আর কঙ্গনা তার জাতীয় পুরস্কার প্রাপ্তির ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। পোস্ট করার পর থেকেই কমেন্টে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসা আসছে।

No comments:

Post a Comment

Adbox