Breaking

Tuesday, October 26, 2021

67th NATIONAL AWARD : ' গুমনামী '- র জন্য সৃজিত মুখোপাধ্যায় পেলেন জাতীয় পুরস্কার

বিনোদন ডেস্ক : ' গুমনামী '- র জন্য সৃজিত মুখোপাধ্যায় পেলেন জাতীয় পুরস্কার। ৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে পুরস্কৃত হলেন সৃজিত। ' গুমনামী ' ছবির জন্য সৃজিত পেলেন এই পুরস্কার। ' গুমনামী ' সেরা বাংলা ছবি হিসাবে ' রজত কমল সম্মান ' পেল। এছাড়াও সেরা অভিযোজিত চিত্রনাট্য ( বেস্ট অ্যাডাপটেড স্ক্রিন প্লে ) - র জন্যও পেলেন পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায় এর ছবির কাহিনী ছিল সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে। সুভাষ চন্দ্রের ভূমিকা অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৬৭তম জাতীয় পুরস্কার সোমবার হাতে পেয়েছেন পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা। এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায়ও জাতীয় পুরস্কার পেয়েছেন ' জ্যেষ্ঠপুত্র ' ছবির জন্য। প্রসেনজিৎ ছিলেন এই ছবির মুখ্য চরিত্রে। এই নিয়ে সৃজিত মুখোপাধ্যায় পঞ্চম বার পেলেন জাতীয় পুরস্কার। সৃজিত মুখোপাধ্যায় তার পাওয়া জাতীয় পুরস্কার এর ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে শংসাপত্র, সম্মাননা ও পুরস্কার গ্রহণের ছবিও তিনি সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। বাংলা ছবির দর্শকদের সৃজিত ধন্যবাদ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Adbox