Breaking

Tuesday, October 26, 2021

দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হলেন মা ভৈরবী

প্রদীপ কুমার সাঁতরা :  দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হলেন মা ভৈরবী। দেবী ভৈরবী হিন্দু শাক্ত ধর্মমত থেকে উদ্ভূতা। দেবী ভৈরবের সঙ্গিনী। দেবী কুণ্ডলিনীর অধিষ্ঠাত্রী। মা ভৈরবী, ত্রিপুরা ভৈরবী নামেও পরিচিত। ত্রিপুরা বলতে এখানে বোঝানো হয়েছে  জ্ঞানশক্তি, ইচ্ছাশক্তি এবং ক্রিয়াশক্তি। মহাবিদ্যার এই ভয়ংকরী দেবীর নিবাসস্থল হল তিব্বতের কৈলাস। ত্রিপুরা ভৈরবীর নিবাস মূলাধার চক্রতে। ত্রিপুরা সুন্দরীর নিবাস সহস্রার চক্রতে। দেবী ভৈরবী চতুর্ভূজা এবং দেবী পদ্মের উপর বিরাজমান থাকেন। তন্ত্র সাধনায় কোনো যোগিনী যখন সিদ্ধিলাভ করেন, তখন সেই যোগিনীও ভৈরবী রূপে পরিচিতি পেয়ে থাকেন।

No comments:

Post a Comment

Adbox