Breaking

Tuesday, October 26, 2021

T20 World Cup 2021 : আফগানিস্তান বোলারদের ঘূর্ণীর কাছে পরাজিত স্কটল্যান্ড

প্রদীপ কুমার সাঁতরা :  আইসিসি টি-২০ বিশ্বকাপের ১৭ নম্বর ম্যাচে সোমবার মুখোমুখি হয় আফগানিস্তান ও স্কটল্যান্ড। আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। 
আফগানিস্তান ওপেনাররা ব্যাট করতে এসে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন। নাজিবুল্লাহর ৫৯ রান, গুর্বাজ এর ৪৬ রান ও হাজরতুল্লাহর ৪৪ রানের ইনিংসের উপর ভর করে আফগানিস্তান ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান করে। স্কটল্যান্ড বোলার শরীফ ২ টি, ওয়াট ও ডাভে প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 
স্কটল্যান্ড জয়ের জন্য একটি বড়ো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। কিন্তু আফগানিস্তান বোলারদের ঘুর্নীর কাছে তাদের ইনিংসে ধস নামে। কোনো ব্যাটসম্যানই তাদের স্পিন বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি। স্কটল্যান্ড মাত্র ১০.২ ওভারে ৬০ রান করে অলআউট হয়ে যায়। আফগানিস্তান এই ম্যাচটিকে ১৩০ রানে জিতে নেয়। আফগানিস্তানের বোলার মুজিব উর রহমান এই ম্যাচে অসাধারণ বোলিং করেন। মুজিব মাত্র ২০ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৫ টি উইকেট। রাশীদ খান ৪ টি ও নভীন ১ টি উইকেট নেন। 
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
আফগানিস্তান - ১৯০/৪ (২০ ওভার) 
স্কটল্যান্ড - ৬০/১০ (১০.২ ওভার) 

আফগানিস্তান ১৩০ রানে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : মুজিব উর রহমান (আফগানিস্তান)

No comments:

Post a Comment

Adbox