Breaking

Monday, October 25, 2021

করবা চৌথের ব্রত পালন করলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : ভারতীয় নারীরা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে করবা চৌথ এর ব্রত পালন করেন। প্রত্যেক বছরের মতো এবছরও করবা চৌথ এর ব্রত পালন করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আর সেই ছবি তিনি পোস্ট করেছেন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে। তিনি সবাইকে করবা চৌথ এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিছু দিন আগে তিনি তার শাশুড়ির দেওয়া উপহারের ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি গুলি পোস্ট করার সাথে সাথেই তা ভক্তদের সমাদর ও ভালোবাসা পেয়েছে। বরাবরই শিল্পা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ জনপ্রিয়। এবার করবা চৌথ এর শিল্পার মাথায় সিথিতে সিঁদুর, হাতে সুহাগ চুড়া পড়ে থাকা ছবি পোস্ট করে ঝড় তুলেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আর এই জনপ্রিয়তা প্রমাণ করলো শিল্পা শেঠি এখনও মানুষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী।

No comments:

Post a Comment

Adbox