Breaking

Monday, October 25, 2021

বলিউডের একাংশের মত, আরিয়ানকে ফাঁসানো হচ্ছে

বিনোদন ডেস্ক : শাহরুখ পুত্র আরিয়ানকে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে বলে মনে করছেন বলিউডের একাংশ। এনসিবি আধিকারিকরা আরিয়ান এর বিরুদ্ধে সাক্ষী জোগাড় করতে মরিয়া। আরিয়ানকে কারা মাদক জোগান দিতো তা জানার জন্য গ্রেপ্তার করা হয়েছে অনেককেই। এছাড়াও একাধিক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনসিবি। কিন্তু এতো চেষ্টা চালানোর পরেও আরিয়ান এর বিপক্ষে তেমন সাক্ষী সাক্ষ্য জোগাড় করতে পারেনি এনসিবি। আর সূত্রের খবর অনুযায়ী, এবার এই মাদক মামলার এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, এনসিবি আরিয়ান এর বিরুদ্ধে সাক্ষী খাড়া করতে টাকার অফার দিচ্ছে সাক্ষীদের। এনসিবি তরফ থেকে জানা যায় যে, কিরণ পি গোসাভি নামের এক ব্যক্তি হল আরিয়ান এর বিপক্ষে প্রধান সাক্ষী। এই ব্যাক্তি এখন পলাতক। এই ব্যাক্তির দেহরক্ষী প্রভাকর সেইল জানান, আরিয়ান এর বিপক্ষে সাক্ষ্য দিতে এনসিবি ১৮ কোটি টাকার চুক্তি করেছে। এনসিবি জানিয়েছে, এই অভিযোগ মিথ্যা। এনসিবি সঠিক সময়ে এর উত্তর দেবে।

No comments:

Post a Comment

Adbox