Breaking

Monday, October 25, 2021

দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা হলেন মা ভুবনেশ্বরী

প্রদীপ কুমার সাঁতরা :  দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা হলেন মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী, মা দুর্গার আর এক প্রতিরূপ। মা ভুবনেশ্বরী হলেন ভুবন অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডের অধিকারী। মা  ভুবনেশ্বরী হিন্দু ধর্মের শাক্তদের অন্যতম আরাধ্য দেবী। দেবী তেজস্বিনী যার ফলে নবগ্রহ এবং ত্রিদেব ( ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ) কোনো কাজ থেকে বিরত রাখতে পারেন না। দেবী ত্রিভুবনের রানী ( স্বর্গ - মর্ত্য - পাতাল )। দেবীর নিবাস চিন্তামণিগৃহে। মা ভুবনেশ্বরী সর্বদা যোগিনীদের দ্বারা পরিবৃতা হয়ে থাকেন। দেবী চতুর্ভূজা ও রক্তবর্ণা। দেবীর কণ্ঠে রত্নখচিত পুষ্পহার, অলংকার ও রক্তবর্ণের বসন পরিহিতা। দেবীর দুই ডান হাত অভয় আর বড়দা মুদ্রায় রয়েছে। মা ভুবনেশ্বরী তার স্বামী ত্রম্বক ভৈরব এর সাথে পঞ্চ প্রেতাসনে বিরাজমান থাকেন।

No comments:

Post a Comment

Adbox