Breaking

Monday, October 25, 2021

T20 World Cup 2021 : বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পাকিস্তানের

প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপে রবিবার দুবাইতে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। 
ভারত প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্জয়ের মুখে পড়ে। ওপেনার রোহিত শর্মা (০ রান) ও কে এল রাহুল (৩ রান) তাড়াতাড়ি আউট হয়ে যায়। সূর্যকুমার যাদব মাত্র ১১ রানে ফিরে যান। এরপর ক্যাপ্টেন বিরাট কোহলি ও ঋষভ পান্থ মিলে ভারতীয় ইনিংস সামলান। ঋষভ ৩০ বলে ৩৯ রান করে আউট হয়ে যান। ক্যাপ্টেন বিরাট কোহলি এই ম্যাচে ভালো ব্যাটিং করেন। বিরাট ৪৯ বলে করেন মূল্যবান ৫৭ রান। রবীন্দ্র জাডেজা ১৩ রান করে। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। 
পাকিস্তানি বোলাররা এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। শাহীন আফ্রিদি ৩ টি, হাসান আলী ২ টি, শাদাব খান ১ টি ও হারিস রউফ ১ টি উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম অসধারণ ব্যাটিং করে পাকিস্তানকে জয় এনে দেয়। পাকিস্তান ১৭.৫ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ১০ উইকেটে জিতে নেয়। মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে করেন অপরাজিত ৭৯ রান। ক্যাপ্টেন বাবর আজম ৫২ বলে করেন অপরাজিত ৬৮ রান। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে এটাই পাকিস্তানের প্রথম জয়। ভারতকে হারিয়ে পাকিস্তান বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ জিতে নিল। 
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
ভারত - ১৫১/৭ (২০ ওভার) 
পাকিস্তান - ১৫২/০ (১৭.৫ ওভার) 

পাকিস্তান ১০ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : শাহীন আফ্রিদি (পাকিস্তান)

No comments:

Post a Comment

Adbox