Breaking

Sunday, October 24, 2021

T20 World Cup 2021 : রবিবার মরুদেশে হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ

প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড এর সমস্ত ম্যাচ শেষ। গতকাল থেকে শুরু হয়েছে সুপার - ১২ রাউন্ডের ম্যাচ গুলি। আর আজ রবিবার সন্ধ্যায় মরুদেশে হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। ক্রিকেট ইতিহাসের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান আজ আরো একবার মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপের মঞ্চে। দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট যুদ্ধে নামবে এই দুই দল। ভারত ও পাকিস্তান এর ম্যাচ মানে টানটান উত্তেজনায় ভরা একটি নেইল বাইটিং ম্যাচ আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে আপামর ক্রিকেট প্রেমী মানুষ। তবে বিশ্বকাপের মঞ্চে যতবারই ভারত - পাকিস্তান মুখোমুখি হয়েছে ঠিক ততবারই ভারত জয়ী হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে ভারত - পাকিস্তান মোট ১২ বার লড়াইয়ে নেমেছে, আর এই ১২ বার ভারত তার বরাবরের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। বিরাট বাহিনী দুটি প্র্যাকটিস ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে ভারতকে প্রথমবার হারাতে আপ্রাণ চেষ্টা করবে। ভারত চাইবে তাদের ১৩ তম জয়। ভারতীয় শিবিরের সমস্ত ক্রিকেটের সদ্য আইপিএল শেষ করে দারুন ফর্মে রয়েছে। ভারত - পাকিস্তানকে এখন শুধু বিশ্বকাপেই মুখোমুখি হতে দেখা যায়। তাই সমস্ত ক্রিকেট প্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই ক্রিকেটের মহাযুদ্ধ দেখার জন্য।

No comments:

Post a Comment

Adbox