প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন মা ষোড়শী। দেবী ষোড়শী ' ত্রিপুরা সুন্দরী ' নামেও পরিচিত। এবার আরেক নাম হল তান্ত্রিক পার্বতী। মা ষোড়শী হলেন শ্রীকুলের অধিষ্ঠাত্রী দেবী। দেবী, মা তারা ও মা কালীর মতো ভয়ঙ্করী নন। দেবী ষোড়শী হলেন ত্রিলোকের শ্রেষ্ঠ সুন্দরী। দেবী মনি দ্বীপের অধিষ্ঠাত্রী দেবী এবং দেবী ' মোক্ষ দায়িনী ' নামেও পরিচিত। ত্রিপুরা উপনিষদ অনুযায়ী, মা ষোড়শী শক্তির আদিরূপ শ্রীবিদ্যা। দেবীর অন্যান্য নাম গুলি হল ললিতা, কামেশ্বরী ও রাজ রাজেশ্বরী। এখানে ত্রিপুরা বলার অর্থ হল দেবীর চক্র ত্রিকোণাকার যেটি তন্ত্র মতে যোনির প্রতীক। অর্থাৎ দেবীই পরম অধিষ্ঠাত্রী ও কামের দেবী তিনিই। আবার দেবীর নাম ত্রিপুরা হওয়ার কারণ, তিনি হলেন ত্রিগুণাতীত অর্থাৎ তিনি সত্ত্ব, রজঃ ও তম: গুণের উর্ধ্বে। বুদ্ধি, চিত্ত ও মানস এই তিনটির মধ্যেই দেবী ষোড়শীর অবাধ বিচরণ।
Sunday, October 24, 2021
দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন মা ষোড়শী
Tags
# মাইথোলজি
About AMAR KOLOM
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
মাইথোলজি
Tags:
মাইথোলজি
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment