প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ১৪ নম্বর ম্যাচে Super-12 রাউন্ডে শনিবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের অসাধারণ বোলিং এর জন্য ব্যাটিং বিপর্জয়ের সম্মুখীন হয়। ওয়েস্ট ইন্ডিজ ১৪.২ ওভার ব্যাট করে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। গেইল ১৩ রান, হেটমায়ার ৯ রান ও লুইস ৬ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই ইংল্যান্ডের বোলারদের সামনে ক্রিজে টিকতে পারেননি। ইংলিশ বোলার রাশীদ মাত্র ২ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৪ টি উইকেট। মঈন আলি ও মিলস প্রত্যেকে ২ টি করে উইকেট নেন এই ম্যাচে।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ৮.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৬ উইকেটে জিতে নেয়। ইংলিশ ব্যাটসম্যান বাটলার ২৪ রান, রয় ১১ রান ও ব্রেস্টও ৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলার আকেয়াল ২ টি ও রামপাল ১ টি করে উইকেট নেন। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
ওয়েস্ট ইন্ডিজ - ৫৫/১০ (১৪.২ ওভার)
ইংল্যান্ড - ৫৬/৪ (৮.২ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : মঈন আলি (ইংল্যান্ড)


No comments:
Post a Comment