Breaking

Saturday, October 23, 2021

T20 World Cup 2021 : সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া

প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ১৩ নম্বর ম্যাচে Super-12 রাউন্ডে শনিবার আবুধাবিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। 

সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১১৮ রান। এইডেন মার্করাম করেন ৪০ রান। ডেভিড মিলার করেন ১৬ রান ও কাগিসো রবাডা করেন ১৯ রান। সাউথ আফ্রিকার অন্য কোন ব্যাটসম্যানরা বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হয়। অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক, যশ হেজেলউড ও অ্যাডাম জাম্পা প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ (০ রান) ও ডেভিড ওয়ার্নার (১৪ রান) তাড়াতাড়ি আউট হয়ে যান। স্টিভ স্মিথ ৩৫ রান ও গ্লেন ম্যাক্সওয়েল ১৮ রান করেন। শেষে মার্কাস স্টইনিস এর অপরাজিত ২৪ রান ও মেথিউ ওয়েড এর অপরাজিত ১৫ রান জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া ১৯.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২১ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৫ উইকেটে জিতে নেয়। এই টি-২০ বিশ্বকাপ জয় দিয়ে শুরু করলো অস্ট্রেলিয়া। আফ্রিকান বোলার আনরিচ নর্টজে ২ টি উইকেট নেন। 

ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
সাউথ আফ্রিকা - ১১৮/৯ (২০ ওভার) 
অস্ট্রেলিয়া - ১২১/৫ (১৯.৪ ওভার) 

অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : যশ হেজেলউড (অস্ট্রেলিয়া)

No comments:

Post a Comment

Adbox