Breaking

Saturday, October 23, 2021

দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা

প্রদীপ কুমার সাঁতরা :  দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মহা কালী। দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা। মা তারা সকলকে মুক্তি প্রদান করেন এবং তাঁর ভক্তদের সমস্ত বিপদ বাধা থেকে রক্ষা করে থাকেন। তান্ত্রিক মত অনুযায়ী, মা তারা তার ভক্তবৃন্দকে সেই পরম জ্ঞানের অধিকারী করেন যা তার ভক্ত গণকে মুক্তির পথ দেখায়। মা তারা হলেন আদ্যাশক্তি। তিনিই হলেন ব্রম্ভান্ডের পরম শক্তির উৎস। কথিত আছে, সমুদ্রমন্থনের পর স্বয়ং মহাকাল মা তারার আরাধনা করেন। সেই আরাধনায় মা তারা সন্তুষ্ট হয়ে তাকে পুত্র রূপে গ্রহণ করেন। অনেকেরই অজানা, মা তারা প্রকৃত হিন্দু ধর্মের দেবী নন। মা তারার উৎপত্তি বজ্রযানী বৌদ্ধধর্মে। মা তারা সেখানে নির্বাণ প্রদানকারী বোধিসত্ত্বের সঙ্গিনী।

No comments:

Post a Comment

Adbox