Breaking

Friday, October 22, 2021

দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মহা কালী

প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মহা কালী। মহা কালী হলেন সময় ও সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী। শাক্তদের অন্যতম প্রধান উপাস্য দেবী হলেন মহা কালী। মহা কালী হলেন কৃষ্ণাঙ্গী, চতুর্ভূজা এবং নগ্নিকা। মহা কালীর বাহন হল শৃগাল। দেবী হলেন শ্মশানচারিণী। নবদুর্গার কাল রাত্রীর সাথে দেবী কালীর বিশেষ মিল রয়েছে। দেবী মহা কালী মুন্ড মালিনী। দেবী কালী হলেন কাল অর্থাৎ সময়ের প্রতীক। দেবী মহা কালী রুষ্ট হলে তার স্বামী মহাদেবের ন্যায় প্রলয় নৃত্য করেন। 

No comments:

Post a Comment

Adbox