প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ২৫ নম্বর ম্যাচে শনিবার শারজাতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে ১৪২ রান (অল আউট)। শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশঙ্কা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ক্রিজে টিকতে পারেননি। পাথুম নিশঙ্কা ৫৮ বলে ৭২ রানের একটি ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। আসালানকা ২১ রান ও শানাকা ১১ রান করেন। সাউথ আফ্রিকান বোলার আনরিচ নর্টজে ২ টি, তাবরেজ সামসি ৩ টি ও প্রিটোরিয়াস ৩ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৬ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৪ উইকেটে জিতে নেয়। শ্রীলঙ্কার বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ম্যাচে অসাধারণ বোলিং করে হ্যাটট্রিক নেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০ রান দিয়ে তুলে নেন ৩ টি উইকেট। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভূমা ৪৬ রানের একটি ইনিংস খেলেন। এইডেন মার্করাম করেন ১৯ রান। ইনিংসের শেষে ডেভিড মিলার এর ১৩ বলে অপরাজিত ২৩ রান ও কাগিসো রাবাডার ৭ বলে অপরাজিত ১৩ রান জয় এনে দেয় সাউথ আফ্রিকাকে। ডেভিড মিলার শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে দলের জয় সুনিশ্চিত করেন।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
শ্রীলঙ্কা - ১৪২/১০ (২০ ওভার)
সাউথ আফ্রিকা - ১৪৬/৬ (১৯.৫ ওভার)
সাউথ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : তাবরেজ সামসি (সাউথ আফ্রিকা)


No comments:
Post a Comment