প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ২৬ নম্বর ম্যাচে শনিবার দুবাইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১২৫ রান করে অল আউট হয়ে যায়। ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ৪৪ রান করেন। ম্যাথিউ ওয়েড ১৮ রান ও আশটন আগার ২০ রান করেন। ইংল্যান্ডের বোলার ক্রিস জর্ডান ৩ টি, ক্রিস ওয়াকস ২ টি, টাইমাল মিলস ২ টি, আদিল রশিদ ১ টি ও লিভিংস্টোন ১ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১১.৪ ওভার ব্যাট করে ২ উইকেটে হারিয়ে ১২৬ রান তুলে নেয়। ইংল্যান্ড, এই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে পরাজিত করে। জেসন রয় ২২ রান করে আউট হয়ে যান। যশ বাটলার এই ম্যাচে অসাধারণ একটি ঝোড়ো ইনিংস খেলেন। যশ বাটলার, ২২১.৯ স্ট্রাইক রেট নিয়ে মাত্র ৩২ বল খেলে করেন অপরাজিত ৭১ রান। যশ বাটলার তার এই ইনিংসে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারি মারেন। জনি ব্রেস্টও করেন অপরাজিত ১৬ রান। জনি তার এই ইনিংসে ২ টি ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার বোলার আসটন আগার ১ টি ও অ্যাডাম জাম্পা ১ টি উইকেট নেন।
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
অস্ট্রেলিয়া - ১২৫/১০ (২০ ওভার)
ইংল্যান্ড - ১২৬/২ (১১.৪ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : ক্রিস জর্ডান (ইংল্যান্ড)


No comments:
Post a Comment