Breaking

Sunday, October 31, 2021

দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা হলেন দেবী কমলা

প্রদীপ কুমার সাঁতরা :  দশমহাবিদ্যার দশম তথা শেষ মহাবিদ্যা হলেন দেবী কমলা। দেবী কমলা হলেন মহর্ষি ভৃগুর কন্যা। কথিত আছে, দেবী কমলা হলেন মা লক্ষ্মীর তান্ত্রিক প্রতিরূপ। দেবী কমলা পদ্ম পুষ্পের উপর বিরাজমান থাকেন। দেবীর এই পদ্ম ফুল হল পবিত্রতার প্রতীক। দেবী কমলা তার ভক্তদের সাফল্য ও সম্পদ প্রদান করে থাকেন। দেবী হলেন চতুর্ভূজা। দেবীর দুই হাতে রয়েছে পদ্ম পুষ্প। দেবীর এক হাত রয়েছে অভয় মুদ্রায় আর অন্য আরেক হাত রয়েছে বরদা মুদ্রায়। দেবী কমলা তার ভক্তদের সাফল্য, সম্পদ, সৌভাগ্য এবং উন্নতি প্রদান করে থাকেন।

No comments:

Post a Comment

Adbox