Breaking

Sunday, October 31, 2021

একসাথে ১৭ বছরের পথ চলা

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার বেটার হাফ নীলাঞ্জনা সেনগুপ্ত দীর্ঘ ১৭ বছর একসাথে পথ চলা সম্পূর্ণ করলেন শনিবার। ১৭ তম বিবাহ বার্ষিকী পালন করলেন এই দম্পতি। 
যিশু সেনগুপ্ত কাজের জন্য মুম্বাইতে রয়েছেন। আর নীলাঞ্জনা রয়েছেন কলকাতায়। তাই এবছর একসাথে বিবাহ বার্ষিকী পালন করতে পারছেন না তারা। তবে যীশু ফোনে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী নীলাঞ্জনাকে। নীলাঞ্জনা এই দীর্ঘ সময়ের স্মৃতি তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রামে। সুখের দুঃখের নানান মধুর স্মৃতি তুলে ধরেছেন নীলাঞ্জনা। বর্তমানে যীশু বলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন। তার এই সাফল্যে খুশি তার সুখ দুঃখের সাথী নীলাঞ্জনা।

No comments:

Post a Comment

Adbox