প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ২৮ নম্বর ম্যাচে রবিবার দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
ভারত প্রথমে ব্যাট করে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামায় নিউজিল্যান্ডের বোলাররা। ইনিংসের প্রথম দিকে ঈশান কিশান (৪ রান), কে এল রাহুল (১৮ রান) ও রোহিত শর্মা (১৪ রান) তাড়াতাড়ি আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। ক্যাপ্টেন বিরাট কোহলি মাত্র ৯ রানই করতে পারে এই ম্যাচে। ঋষভ পান্থ ১২ রান ও হার্দিক পান্ডিয়া ২৩ রান করেন। রবীন্দ্র জাডেজা ২৬ রান করে অপরাজিত থাকেন। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করে।
নিউজিল্যান্ডের বোলাররা এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। ভারতীয় ব্যাটসম্যানদের তারা এই ম্যাচে সব সময় বেঁধে রাখতে সক্ষম হন। ট্রেন্ট বোল্ট ৩ টি, টিম সাউদি ১ টি, অ্যাডাম মিলনে ১ টি ও ইস সোধি ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১৪.৩ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১১ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৮ উইকেটে জিতে নিন। ওপেনার মার্টিন গাপটিল ২০ রান ও দারুল মিচেল ৪৯ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ৩৩ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ ২ টি উইকেট নেন।
ভারত এই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর, নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয়। এই ফলে কার্যত এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। বিরাট কোহলির বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
ভারত - ১১০/৭ (২০ ওভার)
নিউজিল্যান্ড - ১১১/২ (১৪.৩ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : ইস সৌধি (নিউজিল্যান্ড)


No comments:
Post a Comment