আজ ফেলুদার জন্মদিন
নিজস্ব প্রতিনিধি :- বাঙালির কাছে ফেলুদা চরিত্র অতি আদরের ও আবেগের। আজ, ৮ ই সেপ্টেম্বর, সেই আদরের ফেলুদা, সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন। ১৯৫৬ সালে, কলকাতাতে জন্ম হয় ফেলুদার। পিতার নাম জগদীশ কুমার চক্রবর্তী ও মাতার নাম মনিকা চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র জগতে সব্যসাচী চক্রবর্তী এক অতি উল্লেখযোগ্য নাম। ১৯৯২ সাল থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। জোছন দস্তিদারের সোনেক্সের তেরো পার্বণ সিরিয়াল থেকেই তিনি বাংলার অভিনয় জগতের পরিচিত মুখ হয়ে ওঠেন । সব্যসাচী চক্রবর্তীর সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রায়ন হল সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের বাক্স রহস্য এবং ফেলুদার উপর টিভি সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদা ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর ফেলুদা চরিত্রে বাঙালি দর্শকরা তাকে যথেষ্ট সমাদর সাথে গ্রহণ করেছেন।
No comments:
Post a Comment