উপহার হিসাবে দিচ্ছেন গণেশের মূর্তি, তাহলে মেনে চলুন কিছু নিয়ম
নিজস্ব প্রতিনিধি :- ঈশ্বরের আশির্বাদ পেলে আমাদের সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি কি কাউকে উপহার হিসাবে গণেশ বা শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি দিতে অভ্যস্থ। তাহলে আপনাকে গণেশের মূর্তি উপহার হিসাবে দিতে গেলে, কিছু নিয়ম মেনে তা দিতে হবে। কাউকে আপনি যদি ঈশ্বরের মূর্তি উপহার হিসাবে দেন তাহলে আপনি তার সুখ ও সমৃদ্ধি চান। আর আপনি যদি ঈশ্বরের মূর্তি উপহার হিসাবে দেন, তাহলে তাতে আপনিও পূর্ণ লাভ করবেন।
গণেশের মূর্তি উপহার হিসাবে দেওয়া খুবই শুভ। আর সেটা যদি কোনো বিশেষ দিনে দেন তাহলে তো আরো ভালো। আপনি যদি কারোর সমৃদ্ধি কামনা করে এই মূর্তি উপহার হিসাবে দেন, তাতে আপনিও আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবেন ঈশ্বরের আশির্বাদে।
কিন্তু ঈশ্বরের মূর্তি উপহার দেওয়ার আগে আপনাকে মেনে চলতে হবে এই নিয়মগুলি :--
আমরা সাধারণত কোনো মাঙ্গলিক কাজে বা গৃহ প্রবেশ জাতীয় কোনো অনুষ্ঠানের সময় গণেশ বা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি উপহার হিসাবে দিয়ে থাকি। আপনাকে এটা মনে রাখতে হবে যে, আপনি যে মূর্তি বা ছবি উপহার হিসাবে দিচ্ছেন সেটি যেন খুব বড়ো আকারের না হয়। বাড়িতে কোনো বড়ো আকারের ঈশ্বরের মূর্তি না রাখাই শ্রেয় বলে মনে করা হয়ে থাকে।
পুজোর জন্য সবসময় পিতলের বা মাটির মূর্তি দেওয়াই ভালো। আর যদি স্টোন ডাস্টার এর বা ধাতুর মূর্তি উপহার হিসাবে পান, সেই মূর্তি সাজিয়ে রাখার জন্য উপযুক্ত।
গণেশের মূর্তি উপহার দেওয়ার সময় অবশ্যই সেই মূর্তিতে গণেশের শুঁড় এর অবস্থান কোন দিকে সেটা ভালো করে দেখে নেবেন। গণেশের শুঁড় যদি ডান দিকে হয় তাহলে সেই মূর্তির পূজো করা উচিত নয়। তার কারণ এই মূর্তির পুজোতে কোনো ত্রুটি হলে তার ফল মারাত্বক হতে পারে। আর আপনি যদি এমন মূর্তি পেয়েছেন যার শুঁড় বাম দিকে আছে তাহলে সেই মূর্তিটি আপনি বাড়ির প্রবেশদ্বার এ রাখতে পারেন। এই মূর্তি আপনার ঘরের পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করবে।
গণেশের শুঁড় যদি সোজা অবস্থায় রয়েছে তাহলে সেই মূর্তিটি আপনার ঘরে রাখা অত্যন্ত শুভ। আপনার গৃহের পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে এবং সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে।
No comments:
Post a Comment