ওয়েব ডেস্ক :- উলুবেড়িয়ার মহিশালীতে, জনৈক সেখ সাহানুরের বাড়িতে, শনিবার ভোর থেকেই শুরু হয় সিবিআই তল্লাশি। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ভিসা ও পাসপোর্টের কাজ করতেন সেখ সাহানুর।
সিবিআই এর চার জনের টিম, শনিবার ভোর থেকেই সেখ সাহানুরের বাড়িতে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে সেখ সাহানুরের বাড়ির চারপাশ।
সিবিআই টীম, দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর, সকাল সাড়ে দশটার পর বের হয় সাহানুরের বাড়ি থেকে এবং সেখ সাহানুর কে সিবিআই বাড়ি থেকে নিয়ে যায় আরও জিজ্ঞাসাবাদের জন্য।
No comments:
Post a Comment