Breaking

Wednesday, September 27, 2023

মহিলা ব্যবসায়ীদের নিয়ে এক শাখা সংগঠন গড়ে তুলল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মহিলা ব্যবসায়ীদের নিয়ে এক শাখা সংগঠন গড়ে তুলল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। এই উপলক্ষে সংগঠনভুক্ত মহিলা ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক হয়ে গেল মঙ্গলবার। সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল। 

এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, সভাপতি জয়ন্ত কুন্ডু সহ আরো অনেকেই। এদিন উপস্থিত জেলা প্রশাসনিক আধিকারিক সহ মালদা মার্চেন্টের কর্মকর্তারা মিলে প্রদীপ প্রজ্জ্বলন করে, কেক কেটে মহিলা সংগঠনের শুভ সূচনা করেন। 

এরপর তারা মহিলা ব্যবসায়ীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। সেই সঙ্গে আগামীতে মহিলাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেকোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন। 

No comments:

Post a Comment

Adbox