Breaking

Wednesday, September 27, 2023

নামেই তারা পৌর নাগরিক, এলাকাতে নেই কোন ড্রেনেজ সিস্টেম

নিজস্ব প্রতিনিধি, মালদা :- নামেই তারা পৌর নাগরিক, এলাকাতে নেই কোন ড্রেনেজ সিস্টেম। এই সমস্যা দীর্ঘদিনের তাই পৌর নাগরিকরা বাড়িতেই সব ট্যাঙ্ক করে নোংরা জল বাড়িতেই জমা করে পরবর্তীতে সেই জল ভরে গেলে সেই জল বালতি করে নিয়ে অন্যত্র কোন ফাঁকা জায়গায় ফেলে। এমনই এক করুন দৃশ্য দেখা গেল ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর, জগন্নাথপুর, ডকপুকুর , কুলদীপ মিশ্রো কলোনি এলাকায়। বাড়িতে নোংরা জলে রীতিমতো দুর্গন্ধ ছড়ায় এবং এলাকাতে মশার উপদ্রব ক্রমশ বাড়ছে। 

ইতিমধ্যে এলাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কয়েকজন বলে জানাচ্ছেন পৌর নাগরিকরা। বাম জামানায় হোক বা বিজেপি জামানায় থেকে এই এলাকায় ড্রেন নেই। বর্তমানে তৃণমূলের কাউন্সিলর সেও এই এলাকায় ড্রেনেজ সিস্টেম করতে পারেনি যার ফলে বেহাল নিকাশি ব্যবস্থা।এলাকায় প্রায় পাঁচ হাজার ভোটার তাদের বারোমাসই এই নোংরা জলের মধ্যেই থাকতে হয়। 

টানা বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে এলাকার বেশ কিছু এলাকা। রাস্তার উপরেও নোংরা জল এবং সেই নোংরা জলের উপর দিয়েই চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। পৌর নাগরিকরা জানাচ্ছেন, ভোটের সময় ভোট নিয়ে যায় প্রতিবারই নিকাশি ব্যবস্থা উন্নত হবে বলে নেতাদের খালি প্রতিশ্রুতি, কিন্তু ভোট চলে গেলে এলাকায় কোন নেতা আসে না। আসেনা কোন জন প্রতিনিধি। দীর্ঘ বহু বছর ধরে এই অবস্থায় থাকতে হচ্ছে তাদের। 

তবে আর নয়, এলাকায় নিকাশি ব্যবস্থার ড্রেনেজ সিস্টেম যদি এবারে না করা হয় তাহলে এলাকার পৌর নাগরিকরা একসাথে জোট বেঁধে ইংরেজবাজার পৌরসভা ঘেরাও করবে তেমনি হুশিয়ারি দিচ্ছেন। যদিও নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে কার্যত স্বীকার করেছেন তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত কুমার সাহা। তবে বাম জামানা বা বিজেপির জামানার থেকে তৃণমূল সরকারের জমানায় এই ওয়ার্ডে অনেক রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। আগামী দিনে এলাকায় ড্রেনেজ সিস্টেম নিকাশী নালা উন্নত হবে বলে তিনি জানিয়েছেন।

পাল্টা দিয়েছে বিজেপিও। বিজেপি নেতা তথা পৌরসভার বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুড়ী জানান, মালদা জেলায় ডেঙ্গুর একটা মহামারীর আকার ধারন নিয়েছে। আজকে শহরের ২৩ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আরো বিভিন্ন ওয়ার্ড গুলিতে ডেঙ্গুর আজকে মহামারি আকার ধারণ করেছে। আজকে স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার ঘুম ভেঙেছে তারা মিটিং করছেন। আজকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর অপদার্থ তার প্রমাণ দেখা দিচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox